images

খেলা / ফুটবল

অবসরের ঘোষণা মামুনুলের

সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০১৬ , ০৩:২৬ পিএম

জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম অবসরে যাবার ঘোষণা দিলেন। সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনানুষ্ঠানিকভাবে তিনি এ কথা জানান।

ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।

বাঁ পায়ে চোটের কারণে মালদ্বীপ সফরে দলে ছিলেন না মামুনুল। আশা করেছিলেন, ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন। কিন্তু ভুটান ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পাননি এই মিডফিল্ডার।

এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফের প্রথম রাউন্ডে তাজিকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। ফলে ভুটানের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের প্লে-অফ খেলতে হচ্ছে বাংলাদেশকে। দু’লীগের এই রাউন্ডে ভুটানকে হারাতে পারলে বাংলাদেশ জায়গা করে নিতে পারবে তৃতীয় রাউন্ডে।

ডিএইচ/