images

খেলা / ক্রিকেট

যে কারণে আইসিসির ওপর ক্ষেপেছেন বেন স্টোকস 

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ , ০২:০৩ এএম

images

ক্রিকেটে টানা সূচির কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) রীতিমত ধুয়ে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।

তিনি বলেন, ক্রিকেট সূচি নিয়ে যতটা মাথা ঘামানো দরকার ছিল তা মোটেই হচ্ছে না। যেমন টি-টোয়েন্টির পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ। জোর করেই তিনটি ম্যাচ খেলানো হলো। যে সিরিজের কোনো মানেই নেই সেটাই খেলানো হচ্ছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথামের শো তে এসব কথা বলেছেন ইংলিশ এই ক্রিকেটার। 

স্টোকস বলেন, টেস্ট ক্রিকেট নিয়ে যেভাবে বলা হচ্ছে সেটা মোটেও আমার পছন্দ নয়। নতুন ফরম্যাট ও ফ্যাঞ্চাইজি প্রতিযোগিতাগুলোর জন্য টেস্ট গুরুত্ব হারাচ্ছে। এটা কেবল টেস্ট না খেলা ক্রিকেটাদের নতুন সুযোগ সৃষ্টি কিন্তু আমার কাছে টেস্টটাই মুখ্য।