বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ , ১২:১৬ পিএম
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য দীর্ঘ ৪৫ দিনের বিরতির পর ক্লাব ফুটবলের আসর আবারও শুরু হয়েছে। কিন্তু পিএসজির হয়ে মাঠে ফিরেই লাল কার্ড দেখলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে নেইমারকে দুটি হলুদ কার্ড দেখান রেফারি। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির এই তারকা।
ম্যাচের ৬১তম মিনিটে স্ট্রাসবার্গের মিডফিল্ডার আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে জোরে গুঁতো দেন নেইমার। যার ফলে রেফারি ক্লেমেন্ট তুরপিন নেইমারকে প্রথম হলুদ কার্ড দেখান। এর দুই মিনিট পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। প্রতিপক্ষের বক্সের মধ্যে ইচ্ছা করে ডাইভ দিয়ে পড়ে যান নেইমার। এতে সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দিলে সেটা পরিণত হয় লাল কার্ডে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে।
এর আগে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর এখন পর্যন্ত পাঁচবার লাল কার্ড দেখলেন তিনি। এর ফলে আগামী রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।
স্ট্রাসবার্গের বিপক্ষে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নেইমারের লাল কার্ড সত্ত্বেও ঘরের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন কিলিয়ান এমবাপ্পে।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।