images

খেলা / ক্রিকেট

সূর্যের তীব্র আলোকচ্ছটা ছুটছে রাত্তিরেও

শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ , ০৯:৫৭ পিএম

images

পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। শুধু পৃথিবী কেন অন্যসব গ্রহ-উপগ্রহ সবই যে সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। সেই কেন্দ্রবিন্দু সূর্য আলো দিচ্ছে বলে টিকে রইছে পৃথিবী।

সেই আলোতে আলোকিত হচ্ছে পৃথিবী। সূর্য যে আজকাল অবশ্য আলো দিচ্ছে রাত্তিরেও। সূর্য আলো দিলে রাত যেখানে থাকার কথা নয়। সেখানে সূর্যের আলো রাত্তিরেও দেখা যাচ্ছে কীভাবে?

সূর্যকুমারের ব্যাটের কল্যাণে। ভারতীয় এই ব্যাটিং মায়েস্ত্রো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামলেই যেন হয়ে উঠছেন অপ্রতিরোধ্য। এই যেমন শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে আরেকবার দেখা গেছে সূর্যের আলোকচ্ছটা।

রাজকোটে ভারত-শ্রীলঙ্কা যখন খেলতে নামছে তখন সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে এগোচ্ছে। অন্ধকারের পথে এগোনো সময়ে সূর্যের তীব্র আলোকচ্ছটা ছুটে গেছে লঙ্কান বোলারদের দিকে।

আর তাতে ছারখার হয়ে লঙ্কান বোলাররা সূর্যের ব্যাটে রান বিলোলেন অকাতরে। সূর্যকুমারও মাত্র ৪৫ বলে তুলে নিলেন আরও একটি টি-টোয়েন্টি সেঞ্চুরি।

যার ফলে ৪৫ ম্যাচের মধ্যে ৩টি টি-টোয়েন্টি শতকের মালিক হয়ে গেলেন এই ব্যাটসম্যান। এই ফরম্যাটের ক্রিকেটে নিজের স্ট্রাইক রেট ১৮০ তে নিয়ে গেলেন এই ক্রিকেটার। যার ফলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্ট্রাইক রেটে রান তোলা ব্যাটসম্যান হিসেবে নিজেকে নিয়ে গেলেন শীর্ষে।

সূর্য রাজকোটে চারে ব্যাটিং করতে নেমে ২৬ বলেই ৪ চারে ও ৩ ছয়ে ঝড় তুলে ফিফটি স্পর্শ করেছিলেন। ফিফটি ছুঁয়ে এবার হারিকেনের গতিতে ছুটতে শুরু করেন সূর্য। পরের পঞ্চাশ ছুঁতে বল খেলেন আরও কম, মাত্র ১৯টি।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৬টি চার ও ৮টি ছয়ে পূর্ণ করেন তৃতীয় শতক। শেষ পর্যন্ত ৫১ বলে ৭টি চার ও ৯টি ছয়ে অপরাজিত ১১২ রান করে মাঠ ছাড়েন সূর্য। এই ব্যাটসম্যানের ব্যাটিংয়ের আলোকচ্ছটায় ভারত নির্ধারিত ২০ ওভারে তুলে নেয় ৫ উইকেটে ২২৮ রান।