images

তথ্যপ্রযুক্তি / খেলা / অন্যান্য

রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১৩ পদক 

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ , ০২:২৪ এএম

images

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ ১৩টি পদক পেয়েছে বাংলাদেশ। পদকগুলোর মধ্যে একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ আটটি কারিগরি পদক রয়েছে।

গত ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে সোমবার (১৬ জানুয়ারি) পদক তুলে দেওয়া হয়।

এবারের অলিম্পিয়াডে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেয় ১৪ জন। বাংলাদেশ ২০১৮ থেকে এই আয়োজনে অংশ নিচ্ছে। 

অলিম্পিয়াডে রোবট ইন মুভির চ্যালেঞ্জে স্বর্ণপদক পেয়েছেন অ্যাফিসিয়েনাদোস দলের সদস্য মাইশা সোবহার, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা। রৌপ্য পদক জিতেছেন জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ, ও শবনম খান। তারা সবাই জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য হিসেব পদক জিতেছেন। ক্রিয়েটিভ বিভাগের চ্যালেঞ্জ গ্রুপে রৌপ্য পদক জিতেছেন জিরোথ দলের সদস্য তাজরিন আনজুম ও বি এম হামীম।  রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জ টদক জিতেছেন জিরোথ দলের সদস্য নুসাইবা তাজরিন ও বি এম হামীম এবং রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ।

ক্রিয়েটিভ বিভাগের চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান, কাজী মোস্তাহিদ, ও আবরার শহীদ, জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান, এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী, রোবট ইন মুভি চ্যালেঞ্জ গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী ও আবরার শহীদ, ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে জিরোথ দলের নুসাইবা তাজরিন ও মার্জিয়া আফিফা, এফপিভি রেসিং সিমুলেটর বিভাগে মাহির তাজওয়ার চৌধুরী, এনার্জি সেভিং বিভাগে মো. ওমর করিম, কার্ট রোলিং বিভাগে মো. ওমর করিম ও রোবট গ্যাদারিং বিভাগে মো. ওমর করিম।