images

খেলা / ফুটবল

এফএ কাপে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের বিদায়

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৪:১৬ এএম

images

মাঠের সময়টা খুব খারাপ যাচ্ছে লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দলটি চলতি মৌসুমে বেশ নাজুক অবস্থায় রয়েছে। তাই অলরেডসরা লিগে নবম স্থানে অবস্থান করায় ধারাবাহিকতার অভাব বেশ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। 

প্রিমিয়ার লিগে খারাপ সময়ের রেস কাটানোর বড় সুযোগ ছিল এফএ কাপে। কিন্তু ইয়ুর্গেন ক্লপের দল যেন সেই হারের বৃত্ত থেকে বেরই হতে পারল না। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নিল ব্রাইটনের কাছে ২–১ গোলে হেরে।     

আরও পড়ুন: কোপার ব্যর্থতায় বিশ্বকাপ থেকেও বাদ আর্জেন্টিনা

এবার পুরো মৌসুমে একবারও ব্রাইটনের বিপক্ষে জয়ের দেখা পেল না সালাহ-ফিরমিনোরা। কিছুদিন আগেই প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের কাছে ৩–০ গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। এবার হারের ব্যবধান কম হলেও, পরাজয়ের গ্লানি বেশ স্পষ্ট ক্লাবটির সমর্থকদের মনে।  

রোববার (২৯ জানুয়ারি) ব্রাইটনের ঘরের মাঠ ফালমার স্টেডিয়ামে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। ম্যাচে ৩০ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে তরুণ মিডফিল্ডার হার্ভি এলিয়টের গোলে ১–০ গোলে এগিয়েও গিয়েছিল লিভারপুল। 

আরও পড়ুন: ২০২৪ কোপা আমেরিকার আয়োজক জো বাইডেনের দেশ

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩৯তম মিনিটে লুইস ডাঙ্কের গোলে সমতায় ফেরে ব্রাইটন। তারিক ল্যাম্পটের দূর থেকে নেওয়া শট ডাঙ্কের পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে লিভারপুলের জালে জড়িয়ে যায়। গোলকিপার আলিসন বেকার বোকার মতো শুধু চেয়ে দেখেন। 

এরপর দ্বিতিয়ার্ধে দারুণ একটা সুযোগ নষ্ট করেন সালাহ। এই মিশরীয় ফরোয়ার্ড চলতি মৌসুমে ফর্মহীনতায় ভুগছেন। ব্রাইটনের সোলি মার্চও সুযোগ পেয়েছিলেন, তবে সেটি গোলে পরিনত হয়নি। তবে সোলি মার্চের আক্ষেপ শেষ পর্যন্ত জয়ে রূপ দেন মিতোমা। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন মিতোমা। ফলে ব্রাইটনের কাছে ২–১ গোলের হারে বিদায়ঘণ্টা বেজে যায় লিভারপুলের।