রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৩০ পিএম
সব ঠিক থাকলে আইসিসির এফটিপি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে মাঠে গড়ানোর কথা চলতি বছরের এশিয়া কাপের। কিন্তু পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে যত বিপত্তি বাঁধিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ। এরপর থেকে এশিয়া কাপের ভবিষ্যৎ ভেন্যু নিয়ে কেবলই গোলকধাঁধা চলছে।
যে গোলকধাঁধার সমাধান হওয়ার কথা ছিল ৪ ফেব্রুয়ারি। বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে। কিন্তু পাকিস্তানের নতুন সভাপতি নাজাম শেঠি, সেই মিটিংয়েও রাজি করাতে পারেনি এসিসির সভাপতি জয় শাহকে। যার ফলে এখনও অমীমাংসিত রয়ে গেছে এশিয়া কাপের ভবিষ্যৎ ভেন্যুর ভবিষ্যৎ।
বাহরাইনে মিটিং শেষে এসিসি এক প্রেস মিটে জানিয়েছে, চলতি বছরের এশিয়া কাপের ভবিষ্যৎ ভেন্যু সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে আরও এক মাসের মতো। আসন্ন মার্চে এসিসির এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ে নির্ধারিত হবে এশিয়া কাপের ভেন্যু।
সেই মিটিং শেষে আরও জানানো হয়েছিল, এসিসির সকল সদস্য দেশগুলো পাকিস্তানে এশিয়া কাপ খেলতে নিজেদের দেশের সরকারের অনুমতির অপেক্ষায় আছে, এমন কথা উঠেছে সেই বৈঠকে।
তবে এমন দাবিকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বাহরাইনের মিটিংয়ে এমন কোনো দাবিই ওঠেনি। এ ছাড়াও কোনো সদস্য দেশ সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে এমন ঘটনা নেই বলেও দাবি করেছে পিসিবি।
তারা নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি নিশ্চিত করতে চায় যে, পাকিস্তানে সফরের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় আছে কিংবা এমন কোনো দাবি বৈঠকে ওঠেইনি। শ্রীলঙ্কা ২০১৭ এবং ২০১৯ সালে পাকিস্তানে এসে খেলে গেছে। বাংলাদেশও ২০২০ সালে পাকিস্তানে সফর করে গেছে।’