শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ০৪:০৫ পিএম
ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা এই যুগে অন্য সব টুর্নামেন্টের পাইওনিয়ার হিসেবে কাজ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার পাশাপাশি ভারতীয়দের সংস্কৃতিও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।
এ ছাড়াও বিশেষ ম্যাচগুলোতে মাঠে উপস্থিত ধারাভাষ্যকার, উপস্থাপকদের নির্দিষ্ট পোশাকে দেখা যায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন ঘটা করে কোনো আয়োজন এর আগে কখনো চোখে পড়েনি।
তবে বদল এলো চলতি বিপিএলের আসরে। এবারের বিপিএল জানুয়ারিতে শুরু হয়ে শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
এবারের টুর্নামেন্ট ভাষার মাস ফেব্রুয়ারিতে হওয়ায় দারুণ এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাথায় রেখে এবং বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আজ (১০ ফেব্রুয়ারি) মাঠে উপস্থিত সকল ধারাভাষ্যকার এবং উপস্থাপকদের বর্ণমালা সম্বলিত পাঞ্জাবি এবং শাড়ি পরতে বলা হয়েছিল।
ধারাভাষ্যকাররাও বিসিবির এমন চাওয়াকে প্রাধান্য দিয়েছে। মাঠে এদিন উপস্থিত হয়েছে কালো পাঞ্জাবি এবং সাদা পাজামায়। কেবল ধারাভাষ্যকাররা নয়, মাঠে উপস্থিত উপস্থাপিকা পামেলা ভূতোরিয়াও সাদা-কালো শাড়ি পরে এসেছেন।
কেবল নির্দিষ্ট পোশাকে ভাষার মাসকে সম্মান জানাচ্ছে না তারা। বরং এদিন টিভি ধারাভাষ্যের সময়ও শোনা গেছে বাংলা ভাষা। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাকে আরও পরিচিত করে তুলতে বিসিবির এমন পরিকল্পনা দারুণভাবে ফুটিয়ে তুলছেন ধারাভাষ্যকাররা।
এছাড়াও এদিন মাঠে উপস্থিত সকল ক্রিকেটার এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা এমনকি জাতীয় দলের নির্বাচকরা বাহুতে বাংলা বর্ণমালা সম্বলিত বাহুবন্ধনী পরেছেন।