শনিবার, ০৪ মার্চ ২০২৩ , ০৬:৩৪ পিএম
বার্সেলোনার সঙ্গে আগামী ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার সার্জিও রবার্তো।
সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্লাবটি।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জুনেই ক্লাবটির সঙ্গে সার্জিও রবার্তোর চুক্তির মেয়াদ শেষ হতো। বার্সেলোনার অধিনায়কত্ব করা ৩১ বছর বয়সী রবার্তোর সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করছে বার্সা।
২০০৬ সালে কাতালান ক্লাবটির ইয়ুথ একাডেমি থেকে মূল দলে জায়গা পান রবার্তো। এরপর ২০১০ সালের নভেম্বরে তার অভিষেক হয়।
কাতালান জায়ান্টদের হয়ে ৩৩৯ ম্যাচে খেলেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। তবে ক্যারিয়ারের শুরুতে এ পজিশনে খেললেও ক্যারিয়ারের বেশির ভাগ সময় রাইট-ব্যাক হিসেবেই খেলেছেন রবার্তো।