images

খেলা / ক্রিকেট

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

রোববার, ১২ মার্চ ২০২৩ , ০৯:১৪ পিএম

images

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জস বাটলারের দলকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। ঐতিহাসিক সিরিজ  জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। 

আজ (১২ মার্চ) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 

মো. জাহিদ আহসান রাসেল অভিনন্দন বার্তায় জানান, এক ম্যাচ হাতে রেখেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক সিরিজ জয়লাভ করে অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। এর মাধ্যমে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলো।

তিনি আরও বলেন, আমি আশা করি, আগামী ম্যাচেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আমাদের দামাল ছেলেরা জয়ের ধারা অব্যাহত রাখবে।

ক্রিকেটের তিন ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জিতলো বাংলাদেশ। যার মধ্যে ইংলিশদের বিপক্ষে এটিই প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এ নিয়ে সব দলের বিপক্ষে সিরিজ জয়ের আক্ষেপও ঘুচলো সাকিব-মিরাজদের।