মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ০২:৫৪ পিএম
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবার সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার সিরিজের তৃতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য ইংলিশদের হোয়াইটওয়াশ। সেই লক্ষ্যে মাঠে নামছে সাকিব আল হাসানের দল।
আজ (১৪ মার্চ) বিকেল তিনটায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড। তবে ম্যাচের আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো আজকের ম্যাচের একাদশেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। গত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি তানভীর ইসলামের অভিষেক হয়েছে। বাঁ-হাতি এই স্পিনার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর পথে নিজের ঝুলিতে পুড়েছেন ১২ ম্যাচে ১৭ উইকেট।
এ ছাড়া দ্বিতীয় ম্যাচে দলের বাইরে থাকা শামীম পাটওয়ারী শেষ ম্যাচে আবার একাদশে ফিরেছেন। তাদের দুজনের জায়গা দিতে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন।
আরও পড়ুন : বাংলাওয়াশের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
এদিকে সিরিজে হেরে গেলেও আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে ইংল্যান্ড। শেষ ম্যাচে জয়লাভ করে সিরিজ শেষ করতে চায় গত আসরের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জস বাটলার, ফিল সল্ট, দাভিদ মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার, রেহান আহমেদ।