images

খেলা / ক্রিকেট

অঙ্কনের সেঞ্চুরিতে সুপার লিগে মোহামেডান

শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ , ০৮:৫০ পিএম

images

ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার পর্ব নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (১৪ এপ্রিল) দশম রাউন্ডে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়েছে মোহামেডান। অঙ্কন খেলেন অনবদ্য ১২৫ রানের ইনিংস। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকলো মোহামেডান।

সাকিবকে ছাড়া প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছিলো মোহামেডান। সাকিব যোগ দেওয়ার পর টানা পাঁচ ম্যাচ জিতে সুপার লিগ নিশ্চিত করলো মোহামেডান। অন্য দিকে সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানেই থাকলো শাইনপুকুর।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে শাইনপুকুর। ব্যাট হাতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় মোহামেডান। এরপর দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস ও তিনে নামা অঙ্কন। ইমরুল ৬৯ রানে থামলেও সেঞ্চুরি তুলে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অঙ্কন। ৬ চার ও ৭ ছক্কায় ১২৫ বলে অনবদ্য ১২৫ রান করেন তিনি।

মোহামেডানের মিডল অর্ডারে সাকিব আল হাসান ২৫ বলে ৩০, মাহমুদুল্লাহ রিয়াদ শূন্য, মেহেদি হাসান মিরাজ ২, আরিফুল ইসলাম ২৬ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে মোহামেডান।

শাইনপুকুরের হয়ে মেহেদি হাসান রানা-মাসুম খান দুটি করে উইকেট নেন।

২৭৭ রানের টার্গেটে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে হারের স্বাদ নেয় শাইনপুকুর। ৪৩ দশমিক ২ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ভারতের শুবম শর্মা ৬৬ ও ওপেনার খালিদ হাসান ৫৬ রান করেন। মোহামেডানের নাজমুল ইসলাম তিনটি, মুশফিক হাসান-জ্যাক লিন্টট দুটি করে এবং সাকিব-মিরাজ একটি করে উইকেট নেন।