images

খেলা / অন্যান্য

নেপালের ভলিবল চ্যালেঞ্জ কাপে যাচ্ছে বাংলাদেশ নারী দল

শনিবার, ২০ মে ২০২৩ , ০৯:৩৩ এএম

আগামী ২২ থেকে ২৮ মে পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠেয় এশিয়ান সেন্ট্রালজোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে যাচ্ছে বাংলাদেশ নারী ভলিবল দল। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বাইরে কোনো সফরে যাচ্ছে তারা।

এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, ভারত, উজবেকিস্তান, কাজাকিস্তান, শ্রীলঙ্কা, কিরগিজস্তান এবং স্বাগতিক নেপাল অংশ নিচ্ছে।

শনিবার (২০ মে) নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ১৮ জনের বাংলাদেশ ভলিবল দলটির।

দীর্ঘ দিন পর আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১২ সদস্যের বাংলাদেশ দল মনোনীত করেছে ভলিবল ফেডারেশন। তাদের সঙ্গে কোচ ও কর্মকর্তা মিলিয়ে আরও ছয়জন যাচ্ছেন। 

নেপালগামী দলের সদস্যরা হলেন : শাহিদা পারভীন, লাভনী খাতুন, সাবিনা খাতুন, আফসানা মীম মুন্নি, রুবিনা সুলতানা রানু, আজমীরা খাতুন, শম্পা আক্তার, টুম্পা আক্তার, মোসা. আশা, দিতি রানী সরকার ও তাকফিয়া আক্তার।