images

খেলা / অন্যান্য

উলানবাটরে মাস-রেসলিংয়ে অংশ নিলো বাংলাদেশ

রোববার, ১৮ জুন ২০২৩ , ০৫:৪১ পিএম

images

ইন্টারন্যাশনাল ইথনো স্পোর্টস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের  সভাপতি নজরুল ইসলাম খানের নেতৃত্বে  মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের মাস-রেসলিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি দল।

মঙ্গোলিয়ার এশিয়ান মাস- রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রেসিডেন্ট মিনকুশেরেন এরডেনের আমন্ত্রণে গত ১২ জুন বাংলাদেশ দল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর পৌঁছায়। দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান।

বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে ১৬ থেকে ১৮ জুন অনুষ্ঠিত মাস-রেসলিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেন  আমিনুল ইসলাম জয়।

পরে ফাইনাল খেলার বিজয়ীদের সঙ্গে নজরুল ইসলাম খান ও আমিনুল ইসলাম জয়কে সম্মান জানানো হয়।