শনিবার, ২৯ জুলাই ২০২৩ , ০৯:৩৫ এএম
দেশের ক্রীড়াঙ্গনে পাকাপোক্ত এক অবস্থান তৈরি করেছে নারী ফুটবল দল। খেলাধুলোয় সাফল্যের পাশাপাশি সমাজ পরিবর্তনেও ব্যাপক ভূমিকা রাখছে লাল-সবুজে বাঘিনীরা। এর পড়াশোনাতেও মুনশিয়ানা দেখাচ্ছেন নারী ফুটবলাররা।
শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে জিপিএ-৫ পেয়েছেন অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলার নুসরাত জাহান মিতু।
পঞ্চগড়ের বোদা উপজেলার একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন তিনি। জিপিএ-৫ পেয়ে বাফুফের ক্যাম্প থেকেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এই ফুটবলারের ভাষ্য, আমি ভোকেশনাল (কারিগরি) থেকে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল। ফলে আশা ছিল জিপিএ ফাইভের।
গেল এপ্রিলে সিঙ্গাপুরে এএফসি বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। দেশের মাটিতে জুনিয়র নারী সাফেও খেলেছেন তারা। এসএসসিতে এমন সাফল্যের পর সিনিয়র দলে খেলার পাশাপাশি পড়াশোনায়ও মনযোগী হতে চান এই ফুটবলার। তার (মিতু) মন্তব্য, পড়াশোনা ও খেলাধুলা একসঙ্গে চালানো কষ্ট এরপরও আমার প্রচেষ্টা রয়েছে দুটাই চালিয়ে যাওয়ার।
জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় বাফুফের ক্যাম্পে থাকা ৭ ফুটবলার অংশগ্রহণ করেছেন। এর মধ্যে চারজন কৃতকার্য হয়েছেন। মিতুর মতো বাকিরা জিপিএ-৫ না পেলেও স্বর্ণা রাণী মণ্ডল এবং সাথী বিশ্বাস যথাক্রমে ৪ দশমিক ৬১ ও ৪ দশমিক ২৮ পেয়েছেন। এ ছাড়া জিপিএ ৩ দশমিক ৭২ পেয়েছেন ইতি রাণী। আর কৃতকার্য হতে পারেননি ঐশী, যূথী ও স্বপান রাণী।