সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ০৯:৩৩ এএম
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ ব্যবধানে সমতা থাকায় পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই। সিরিজ নির্ধারণী ম্যাচে ব্রেন্ডন কিং ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভারত। ১৬৫ রানের লক্ষ্য বেধে দিলেও কিংয়ের অপরাজিত ৫৫ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংসের সুবাদে ৮ উইকেটের জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে আগে ব্যাট করে শুরুতেই বড় হোঁচট খায় ভারত। দলীয় ১৭ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার শুভমন গিল (৯) ও জশস্বী জয়সাওয়াল (৫)।
দলের হয়ে একমাত্র ভালো ইনিংস আসে সুরিয়াকুমার যাদবের ব্যাট থেকে। ৪৫ বলে তিনি খেলেন ৬১ রানের ইনিংস। বাকিদের মাঠ ছাড়তে হয় ব্যক্তিগত ৩০ রানের কোঠা পার হওয়ার আগেই।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি পায় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে ওপেনার কাইল মায়ার্সকে হারালেও ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরানের দৃঢ় ব্যাটিংয়ে জয়ের সুবাস পেতে থাকে ক্যারিবীয়রা। কিংয়ের ৫৫ বলে অপরাজিত ৮৫, পুরানের ৩৫ বলে ৪৭ ও শাই হোপের অপরাজিত ১৩ বলে ২২ রানের সুবাদে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় বাগিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
আর সেই সুবাদে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের।