images

খেলা / ফুটবল

আল-হিলালে নেইমারের সঙ্গী ইয়াসিন বোনো

বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ , ০৩:৪৬ পিএম

গতবছর কাতারে বিশ্বকাপে অনেকটা আন্ডারডগ হিসেবেই অংশ নিয়েছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। গ্রুপ পর্বে বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং কানাডার সঙ্গে ঠাঁই হয়েছিল তাদের। তখন সবাই গ্রুপ পর্ব থেকেই মরক্কোকে বাতিলের খাতায় রেখেছিল, তবে সেখান থেকেই নিজেদের রূপকথার গল্প শুরু করে অ্যাটলাস লায়ন্সরা। 

বিশ্বকাপের মঞ্চে মরক্কোর এমন সাফল্যের বড় কারিগর ছিলেন গোলবারের নিচে থাকা অতন্দ্র প্রহরী ইয়াসিন বোনো। দারুণ ছন্দে থাকা এই গোলকিপারের কারণেই ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। সেই বোনোকেই এবার দেখা যাবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের লিগে।

সৌদি আরবের অন্যতম সেরা ক্লাব আল-হিলালে যোগ দিচ্ছেন বোনো। সেভিয়া থেকে ২১ মিলিয়ন ইউরোর বিনিময়ে মরক্কোর এই তারকাকে ৩ বছরের জন্য দলে নিচ্ছে আল-হিলাল। যেখানে তিনি সতীর্থ হিসেবে থাকছেন ব্রাজিলিয়ান সাবেক পিএসজি ও বার্সেলোনা তারকা নেইমার জুনিয়র।     

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী বেলজিয়াম, ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন বোনো। নকআউট পর্বের ম্যাচে স্পেনের বিপক্ষে দুই পেনাল্টি ঠেকিয়ে হয়েছিলেন মরক্কোর রূপকথার অংশ। এছাড়া ক্লাব ফুটবলে স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে দারুণ ছন্দেই ছিলেন এই গোলকিপার। গতবছরই ক্লাবকে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা। কিন্তু এবার তাকে ছেড়ে দিচ্ছে সেভিয়া।

ফুটবল দলবদলের বিশ্বস্ত স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৩ বছরের জন্য সৌদি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন বোনো। ইতোমধ্যেই তাকে দলে ভেড়ানোর জন্য চুক্তির যাবতীয় কাগজ তৈরি করে ফেলা হয়েছে।

এদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে উয়েফা সুপার কাপ খেলতে দলের সঙ্গে গ্রিসে ছিলেন বোনো। সেখান থেকে সেভিয়াতে ফিরে খুব দ্রুতই সৌদি আরবে পাড়ি দেবেন তিনি। নেইমারের পর আল-হিলালের নতুন এই সংযোজন নিঃসন্দেহে ক্লাবটিকে আরও বেশি এগিয়ে রাখবে। 

এদিকে দলবদলের বাজারে আল-হিলাল আরও একজনকে দলে আনতে পারে বলে জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। নেইমার এবং বোনোর পর ইংলিশ ক্লাব ফুলহ্যামের সার্বিয়ান স্ট্রাইকার মিত্রোভিচের দিকে নজর আছে সৌদি আরবের সফলতম ক্লাবটির।

আল-হিলালকে এশিয়ার অন্যতম সেরা হিসেবেই গণ্য করা হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৪ বার শিরোপা জিতেছে এই ক্লাবটি। নিজ দেশের লিগ পর্যায়েও ৮ বার শিরোপা জিতেছে আল-হিলাল। তবে গত আসরে তৃতীয় হয়েই সন্তুষ্ঠ থাকতে হয়েছিল ক্লাবটিকে।