বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ , ০৪:৫৫ পিএম
চেলসির কাছে সপ্তাহ ব্যবধানেই পরপর দুবার নিজেদের কাঙ্ক্ষিত খেলোয়াড়কে হারিয়েছে লিভারপুল। ময়সেস কেইসেডোকে ব্রাইটন থেকে দলে নেওয়ার খুব কাছাকাছি ছিল অলরেডরা। এমনকি তাদের সঙ্গে চুক্তিও সেরে নিয়েছিল তারা। কিন্তু চেলসির জার্সিতেই খেলতে চেয়েছেন কেইসেডো। এবার সপ্তাহ না ঘুরতেই সাউদাম্পটন থেকে রোমিও লাভিয়াকে ছিনিয়ে নিয়েছে ব্লুজরা।
তবে লিভারপুলও দমে যায়নি। আকস্মিক দলবদলে জাপানের ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়াতারু এন্দোকে দলে ভিড়িয়েছে মার্সিসাইডের ক্লাবটি। জার্মান ক্লাব স্টুটগার্ড থেকে ১৬ মিলিয়ন ইউরোতে তাকে কিনছেন ইয়ুর্গেন ক্লপ। সেন্ট্রাল মিডেও বেশ কার্যকরী ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।
মৌসুমের শুরুতেই অলরেড শিবির ছেড়ে যান ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনহো। এরপর থেকেই তার বিকল্প খোঁজায় মন দিয়েছিলেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। বেলজিয়ামের রোমিও লাভিয়া, ফ্রান্সের খেফ্রেন থুরাম এবং ইকুয়েডরের ময়সেস কেইসেডোর দিকে নজর ছিল তার। তবে কাউকেই ভেড়াতে পারেনি তারা। ফলে শেষ পর্যন্ত ওয়াতারু এন্দোকেই দলে পাচ্ছে ১৯ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা।
এন্দো রক্ষণের পাশাপাশি গোল করতে কিংবা করাতেও বেশ পারদর্শী। স্টুটগার্ডের জার্সিতে ১৪ গোল করেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে ৬ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছেন এই জাপানিজ তারকা।
কাতার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়ের ম্যাচেও বড় ভূমিকা রেখেছেন এন্দো। এখন লিভারপুলের জার্সিতে কেমন করেন এই তারকা, তা-ই দেখবার অপেক্ষা।