শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ , ০৮:৩০ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুললেন বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। নিজের প্যানেলও ঘোষণা করেছেন তিনি। তবে এতে কোনো চমক নেই। নেই কোনো নতুন মুখও। আগের পরিচালকদের সবাই আছেন।
মনোনয়নপত্র তোলার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান এসব তথ্য জানান।
মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৪ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশিত হবে ২৫ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা। নির্বাচন হবে ৩১ অক্টোবর।
ওই দিন বিসিবি বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সেদিনই প্রাথমিক ফলাফল জানানো হবে। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল প্রকাশিত হবে ১ নভেম্বর বিকেল ৩টায়। নির্বাচনে জয়ী পরিচালকদের ভোটে পরে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
বিসিবি বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে গেলো ১৭ অক্টোবর। পরবর্তী ফলাফল না আসা পর্যন্ত এই কমিটিই দায়িত্বে থাকবেন। তবে এসময়ে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবেন না তারা।
চার বছর বিসিবির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান। স্বপ্নের মতো কিছু না ঘটলে ফের বিসিবি প্রেসিডেন্ট হচ্ছেন তিনি।
ডিএইচ