সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ , ০৫:৫১ পিএম
বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনার মধ্যেই চলছে এশিয়া অঞ্চলের ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। বাছাইপর্বের ম্যাচে আগামীকাল মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বসুন্ধরা কিংসের ঘরের মাঠ কিংস অ্যারেনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় পৌনে ৬টায় খেলাটি মাঠে গড়াবে। বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে যেতে হলে জামাল ভূঁইয়াদের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প পথ খোলা নেই।
মালদ্বীপের মাঠে প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র করার পর এবার নিজেদের মাঠে জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ দল। জয়ের বিকল্প নেই এমন ম্যাচে বাংলাদেশকে অতিরিক্ত শক্তি জোগাতে পারে দর্শকরাই। চাইলেই সহজেই টিকিট কেটে ম্যাচটি দেখতে পারবেন সমর্থকরা। মালদ্বীপের বিপক্ষে হোম ম্যাচের জন্য টিকিট ছেড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ম্যাচটি দেখতে চাইলে মতিঝিল ও বসুন্ধরা আবাসিক এলাকায় প্রিমিয়ার ব্যাংকে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ম্যাচটিকে সামনে রেখে তিন ক্যাটাগরির টিকিট ছেড়েছে বাফুফে। ভিআইপি ক্যাটাগরির টিকিট ৫০০, ক্যাটাগরি ওয়ান ২০০ ও ক্যাটাগরি টু টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। আগামীকাল ব্যাংকের নির্দিষ্ট শাখায় গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।
বসুন্ধরা কিং অ্যারেনায় দর্শক ধারণ ক্ষমতা ছয় হাজারের কিছু বেশি। প্রায় সবগুলো আসনের টিকিটই সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করেছে বাফুফে। তবে স্বল্প সংখ্যক টিকিট সৌজন্য টিকিট হিসেবে প্রদানের পরিকল্পনা আছে বাফুফের।
এর আগে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগে সুযোগ মিসের মহড়ার পর সাদউদ্দিনের একমাত্র গোলে জয়লাভ করে বাংলাদেশ। সাম্প্রতিককালে মালদ্বীপের মাটিতে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। নিকট অতীতে মালদ্বীপের মাটি থেকে পয়েন্ট নিয়ে ফেরার কোনো রেকর্ড নেই বাংলাদেশের।