মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ , ০৭:০৬ পিএম
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে কলকাতা থেকে বাংলাদেশে আসবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
ঢাকার রোনালদিনহোর সফরটি খুবই সংক্ষিপ্ত। কথা ছিল সংক্ষিপ্ত এই সফরে ভক্তরা দেখা করার সুযোগ পাবেন কিংবদন্তি এই ফুটবলারের সঙ্গে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পাশাপাশি অংশ নেবেন কিছু অনুষ্ঠানে।
কিন্তু রোনালদিনহো ভক্তদের জন্য শেষ মুহূর্তে এলো বড় দুঃসংবাদ। পাবলিক ইভেন্ট না হলেও ক্লোজ ডোরে ভক্তদের সময় দেবেন তিনি। স্পন্সর প্রতিষ্ঠান মনোনীত কিছু ভক্ত কেবল দেখা করার সুযোগ পাবেন কিংবদন্তি এই ফুটবলারের সঙ্গে।
ঢাকা এসে হোটেলে বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন রোনালদিনহো।
এরপর সন্ধ্যায় হোটেলে ফিরে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেবেন। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুরুষ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। সেখানে স্পন্সর প্রতিষ্ঠান মনোনীত কিছু ভক্ত যোগ দেবেন বলে জানানো হয়েছে স্পন্সরদের পক্ষ থেকে।
সবশেষে বুধবার মধ্যরাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে ২০০২ বিশ্বকাপ জয়ী এই মহাতারকার।