বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ , ০৯:৫২ পিএম
ভারতের বিপক্ষে জয়ের ধারায় ফেরার মিশনে হোঁচট খেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে কোহলির দুর্দান্ত সেঞ্চুরি নেমে ৫১ বল ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন ভারতের দুই ওপেনার; রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনে মিলে পাওয়ার প্লের ১০ ওভারে তোলেন ৬৩ রান।
দলিয় ৮৮ রানে রোহিত ৪৮ রানে বিদায় নিলেও ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন গিল। ৫৩ রানে তিনি থামেন মিরাজের শিকার বনে।
এরপর পুনেতে তাণ্ডব চালান কোহলি। ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এনে দেন চতুর্থ জয়।
এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা স্বপ্নের মতো হয় বাংলাদেশের। উদ্বোধনি জুটি থেকেই লাল-সবুজের প্রতিনিধিদের আসে ৯৩ রান। দুর্দান্ত শুরুর পর তানজিদ হাসান তামিমের অর্ধশতক হাঁকিয়ে বিদায়ের মধ্য দিয়ে ভাঙ্গে ওপেনিং জুটি।
এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তামিমকে সাজঘরের পথ দেখিয়ে দেন কুলদ্বীপ ইয়দাভ। এরপরই টাইগার শিবিরে শুরু হয় আসা যাওয়ার মিছিল। সেই মিছিলে একে একে শামিল হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।
উইকেটের একপ্রান্ত আগলে ধরে রেখে লড়াই চালিয়ে যাওয়া লিটন দাস দেখাচ্ছিলেন আশা। কিন্তু সেই আশায় গুড়েবালি দেন রবীন্দ্র জাদেজা। ৮২ বলে ৬৬ রান করা লিটনকে তিনি ফেরান শুভমান গিলের তালুবন্দি করে।
এরপর দলের হাল ধরতে এগিয়ে আসেন মুশফিকুর রহিম। তাওহীদ হৃদয় ধীরগতির ব্যাটিং করতে থাকলেও রানের চাকার গতি বাড়ান মুশি। হৃদয় ৩৫ বলে ১৬ রানে ফিরলেও মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন দলকে।
শেষ পর্যন্ত মুশিও রণে ভঙ্গ দেন ৩৮ রানে।
মুশফিক হাল ছেড়ে দিলেও লড়াই চালিয়ে যেতে থাকেন রিয়াদ। ব্যাট চালাতে থাকেন ব্যক্তিগত অর্ধশতকের দিকে। কিন্তু ৩৬ বলে ৪৬ করে তাকে থাকতে হয় বুমরাহর শিকার বনে।
শেষদিকে আর কার্যকরী ইনিংস খেলা সম্ভব হয়নি টাইগার ব্যাটাদের কারো পক্ষেই। যে কারণে ৮ উইকেটের খরচায় ২৫৬ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।