রোববার, ২৯ অক্টোবর ২০২৩ , ০৬:০৪ পিএম
চলমান বিশ্বকাপে পরাজয়ের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরে টানা পাঁচ ম্যাচ হেরে কার্যত গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা।
সেমিফানালের আশা বাঁচিয়ে রাখতে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল জয়ের ধারায় ফেরার শেষ সম্বল। কিন্তু সেই আশাও এবার হতাশায় মিলিয়ে দিয়েছে ডাচরা। আনকোরা দলটির কাছে লো স্কোরিং ম্যাচে পাত্তাই পায়নি সাকিব বাহিনী।
নেদারল্যান্ডসের কাছে বাজে পরাজয়ের পর টাইগারদের সমালোচনায় মেতেছেন অনেকে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেন মাশরাফীর ছোট ভাই। সেখানে খোঁচা মেরে মোরসালিন লেখেন, ‘সমস্যা নাই, আমরা আশায় বুক বাঁধি। এখনও বাঁধতেছি। ভবিষ্যতেও বাঁধবো। পারলে আর ১টা ম্যাচ জিতে আসবেন। তাতেই আমরা ফাটিয়ে দেব।’
এর আগে, শনিবার (২৮ অক্টোবর) ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকার পরও ডাচদের বিপক্ষে পরাজয় থেকে নিজেদের রক্ষা করতে পারেনি সাকিবের দল। ২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
ডাচদের কাছে ৮৭ রানের লজ্জাজনক পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাসকিন-মোস্তাফিজকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ব্যাটাররা বাজে শট খেলেছে। একই সঙ্গে ডাচ বোলারদেরও প্রশংসা করেন তিনি।