images

খেলা / ফুটবল

এন্ড্রিক কি পেলে-নেইমার হয়ে উঠতে পারবেন

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ০৮:৪২ পিএম

images

বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবলের তরুণ আইকন এন্ড্রিক। মাত্র ১৭ বছর বয়সেই সেলেসাও শিবিরের ভবিষ্যতের মূল ভরসার তকমা পেয়ে গেছেন তিনি। যে কারণে দেশটির কিংবদন্তি পেলের পাশাপাশি নেইমার জুনিয়রের সঙ্গে তুলনা করা হচ্ছে তার। আগামী প্রজন্মের বড় একটি ভরসার জায়গাও দখল করে নিয়েছেন এই টিনএজার। যদিও এখনই পেলে-নেইমার হওয়ার চিন্তা করছেন না তরুণ এই প্রতিভাবান ফুটবলার। 

ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সাও পাওলোর ক্লাব পালমেইরাসের হয়ে খেলেন এন্ড্রিক। ক্লাবটির হয়ে টানা দ্বিতীয়বার ব্রাজিলিয়ান লিগ সিরিআর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আগামী বছর জুলাইতে ১৮-তে পা দেওয়ার পরেই ইউরোপিয়ান ফুটবলে পা রাখবেন এই স্ট্রাইকার। তখনই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ডাগ আউটে স্বদেশি ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের সতীর্থ হবেন এই তরুণ তুর্কি।  

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে দুই ম্যাচে খেলেছেন এন্ড্রিক। গোলের দেখা না পেলেও এখনই তারকাখাতি পেয়ে গেছেন এই ফরোয়ার্ড।পেলের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি পেলের পা ছোঁয়ার যোগ্যও কেউ কোনোদিন হতে পারবে না। সে ফুটবলের রাজা। আমি শুধুমাত্র এন্ড্রিকই হতে চাই। আমি সবাইকে আমাকেই জানাতে চাই।’

১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে এন্ড্রিকের। তখন থেকেই তিনি নিজের প্রতিভার জানান দিয়ে যাচ্ছেন। ১৯৯৪ সালে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর পর গতমাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে ডাক পান এন্ড্রিক।

আগামী বছর জুলাইয়ে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন এন্ড্রিক। বড় ক্লাবে কীভাবে চাপ সামলে খেলতে হবে সেটিও আয়ত্ত করে ফেলেছেন তিনি। ২০২২ সালে অভিষেক মৌসুমে তরুণ এই ফুটবলার সাত ম্যাচে তিন গোল করেছিলেন। তার অবদানে পালমেইরাস লিগ শিরোপা জয় করে। চলতি মৌসুম মাঠে অনবদ্য পারফরম্যান্স করে আলাদা নজর কাড়েন তিনি। দলের সাফল্যে বড় ভূমিকা রাখলেও এন্ড্রিক সেটিকে খুব বড় করে দেখতে রাজি নন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলে আমিই নায়ক। তবে আমি নিজেকে সেরকম কিছু ভাবি না। আমার কাছে পুরো দলই নায়ক। আমি শুধুমাত্র ক্লাবকে সহযোগিতা করতে পেরেই আনন্দিত।’