images

খেলা / ক্রিকেট

মুশফিকের ব্যাটে ভর করে বরিশালের বড় পুঁজি

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ , ০৮:০৯ পিএম

images

বিপিএলে ষষ্ঠ ম্যাচের খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। এই ম্যাচে আগে ব্যাট করে খুলনাকে রানের লক্ষ্য দিয়েছে তামিমের বরিশাল।

সোমবার (২২ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও, ইনিংস বড় করতে পারেনি আফগান তারকা ইব্রাহিম জাদরান। ১৬ বলে ১১ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর পিচে এসেই ব্যাট চালাতে শুরু করেন সৌম্য সরকার। ১০ বলে ১৭ রান করে রান আউট হন এই টাইগার ক্রিকেটার ।

তবে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক অভিজ্ঞ বাটার তামিম ইকবাল। ৩৩ বলে ৪০ রান করে তামিম আউট হলেও, অপর প্রান্তে থিতু হন মুশফিক। ৩২ বলে নিজের ফিফটি পূরণ করেন এই ডান হাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৯ বলে ২৭ রান করে আউট হন এই রিয়াদ।

শেষ দিকে শোয়েব মালিকের ৫ বলে রান এবং মুশফিকুর রহিমের ৩৯ বলে অপরাজিত ৬৮ রানে ভর করে চার উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি পায় ফরচুন বরিশাল। খুলনার জয়ের জন্য দরকার ১৮৮ রান।

খুলনা টাইগার্সের হয়ে মুকিদুল ইসলাম, ওশানে থমাস ও নাসুম আহমেদ একটি করে উইকেট নেন।