images

খেলা / ক্রিকেট

আইপিএল শুরুর এক সপ্তাহ আগে বড় ধাক্কা কলকাতা শিবিরে 

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ , ০৩:৫৫ পিএম

images

আর মাত্র এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। ইতোমধ্যে দলগুলো অনুশীলনও শুরু করেছে। তবে টুর্নামেন্টের আগ মুহূর্তে দুঃসংবাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইনজুরিতে পড়েছেন দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

ইনজুরির কারণে ঘরের মাঠে প্রথম তিন টেস্টে খেলা হয়নি আইয়ারের। এবার রঞ্জি ট্রফির ফাইনালে আবারও চোট পেয়েছেন তিনি। তাই আসন্ন আইপিএলে এই ডান হাতি ব্যাটারের সার্ভিস পাওয়া নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করেছিলেন শ্রেয়াস। ইনিংস চলার মাঝেই দুবার ফিজিওকে ডাকেন তিনি। শোনা যাচ্ছে, যেখানে অস্ত্রোপচার হয়েছিল গত বছর, সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা করছে তার।

আইপিএল শুরুর আগে তাই এমন সংবাদ কলকাতার জন্য দুঃসংবাদই। রঞ্জি ফাইনালের তৃতীয় দিন ফিল্ডিং করতে পারেননি শ্রেয়াস। তাকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছিল। 

দলের একটি সূত্র বলেছেন, শ্রেয়াসের চোট দেখে ভালো মনে হচ্ছে না। পিঠের একই জায়গায় ব্যথা করছে ওর। আগের থেকেও ব্যথা বেড়েছে। রঞ্জি ফাইনালের পঞ্চম দিনেও ওর ফিল্ডিং করতে নামার সম্ভাবনা কম। আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে না-ও খেলতে পারে সে।