মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ , ১২:৫০ পিএম
১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার থিয়েরি অঁরিকে অলিম্পিক দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ফ্রান্স। প্যারিস অলিম্পিকে লক্ষ্য ছিল সোনার। কিন্তু স্পেনের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই ব্যর্থতায় ফ্রান্সের যুবদলের কোচের পদ ছাড়লেন থিয়েরি অঁরি। যদিও চুক্তি অনুসারে ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার।
থিয়েরি অঁরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন তিনি।
এক বিবৃতিতে থিয়েরি অঁরি বলেছেন, ‘ফরাসি ফুটবল ও ফিলিপে দিয়ালোকে (সভাপতি) আমার ধন্যবাদ জানাতেই হবে। যারা চমৎকার এই দায়িত্বের ভার আমাকে দিয়েছে। অলিম্পিকে দেশের হয়ে রুপা জেতা আমার জীবনের অন্যতম গর্বের একটি অর্জন হয়ে থাকবে।’