images

খেলা / ক্রিকেট

ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার খেতাব ইমনের 

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৯ পিএম

images

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। মামুলি ১৯৮ রানের পুঁজি নিয়ে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অল্প পূঁজি পেয়েও ভারতকে ১৩৯ রানে অল-আউট করেছে জুনিয়র টাইগাররা। ৫৯ রানের জয় পার যুবারা।

বল হাতে ভারতের মিডল অর্ডারে ধস নামান যুবা দলের ডানহাতি পেসার ইকবাল হোসাইন ইমন। তিনি ৭ ওভারে ২৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়েছেন। এর মধ্যে চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করছিল ভারত। ২১তম ওভারে এসে জোড়া উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনেন ইমন। 

ভারতের ভিত নড়বরে করা বোলিং করায় ম্যাচ সেরা হয়েছেন ইকবাল হোসাইন ইমন। পাকিস্তানের বিপক্ষেও ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। টুর্নামেন্টে তিনি ১৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া টুর্নামেন্ট সেরাও হয়েছেন মৌলভীবাজারের এই পেসার। 


আরটিভি/এমএম-টি