images

খেলা / ক্রিকেট

এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ১১:৫৭ পিএম

সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। রোববার (৮ ডিসেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে হয়ে গেল এ আসরের ট্রফি উন্মোচন পর্ব। ৮ প্রতিযোগী দলের অধিনায়ক ও সহ-অধিনায়করা উপস্থিত ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।

দীর্ঘ ১৪ বছর পর আবার জাতীয় লিগের দীর্ঘ পরিসরের পর্বের পর এবার টি-টোয়েন্টি লিগও অনুষ্ঠিত হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে লিগ। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক।

কথা ছিল এ আসরের রবিন লিগের সবকটা খেলা সিলেটে হলেও নক-আউট পর্বের ম্যাচ হবে ঢাকার শের-ই বাংলা স্টেডিয়ামে। কিন্তু বিপিএলের প্রস্তুতির কথা ভেবে শেষ পর্যন্ত শের-ই-বাংলায় আর এবারের এনসিএল টি-টোয়েন্টি আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরটিভি/এমএম-টি