images

খেলা / ফুটবল

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩২ পিএম

তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। যেখানে অংশ নিচ্ছে ঢাকা বিভাগের ১৩ টা জেলার সেরা ২৬টি কলেজ। এখান থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুইটি দল সুযোগ পাবে জাতীয় পর্যায়ে। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় পর্যায়ের খেলা গুলো। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শরীয়তপুরের এম এ রেজা ডিগ্রি কলেজ ও রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ। ম্যাচে একতরফা প্রাধান্য দেখায় আবুল হোসেন কলেজ। ৬-১ গোলের জয়ে পরের রাউন্ডে ওঠার আনন্দে মাতে রাজবাড়ীর কলেজ দলটি। 

রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন জনাব শরফ উদ্দিন আহমদ, বিভাগীয় কমিশনার, ঢাকা।

 উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোস্তফা জামান, পরিচালক (যুগ্ম সচিব), ক্রীড়া পরিদপ্তর। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. আল মামুন ও ক্রীড়া পরিদপ্তরের সাবেক সহকারী পরিচালক (প্রশাসন) তারিকুজ্জামান নান্নু এবং ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রসহ অন্যরা।

উল্লেখ্য, আগামী ০৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের  সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

আরটিভি/ এসআর