images

খেলা / ক্রিকেট

চিটাগংয়ের প্রথম নাকি বরিশালের দ্বিতীয়

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:৩২ পিএম

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছিল বিপিএলের ১১তম আসরের। টুর্নামেন্টের পর্দা নামার ম্যাচে বরিশাল থাকলেও বাদ পড়েছে রাজশাহী। খুলনাকে হারিয়ে ফাইনালে বরিশালের সঙ্গী হয়েছে চিটাগং কিংস। এখন দেখার বিষয় চিটাগং নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলে নাকি বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে সফল হয়।
 
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

চলমান বিপিএল দিয়ে প্রায় ১০ বছর পর টুর্নামেন্টে ফিরেছে চিটাগং। এর আগে, বিপিএলের প্রথম দুই আসরে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৩ সালে দ্বিতীয় আসরের ফাইনালে উঠেছিল চিটাগং কিংস। কিন্তু শিরোপা ছুয়ে দেখা হয়নি তাদের। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৫২ রানে হেরেছিল তারা।

এবার বিপিএলে ফিরেই ফাইনালে উঠেছে বন্দরনগরীর দলটি। নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলতে মরিয়া ইমন-শামীমরা। দ্বিতীয় সেমিফাইনালে খুলনাকে হতাশ করে ফাইনালের টিকিট পেয়েছে তারা। এবার শিরোপাই চোখ তাদের।

আরও পড়ুন
F

কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে আইনি নোটিশ চিটাগং কিংসের

অন্যদিকে গতবার কুমিল্লাকে ৩ রানে হারিয়ে নিজের প্রথম শিরোপা ঘরে তুলে ছিল বরিশাল। এবারেও শক্তিশালী দল তৈরি করেছে বরিশাল। ধারাবাহিক পারফরম্যান্সের ফাইনালের টিকিটও নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।

প্রথম সেমিফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বরিশাল। ফাইনালেও আবারও তাদের বিপক্ষে খেলবে তামিম-রিয়াদরা। প্রথম সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে চাইবে কিংস। তাই ফাইনালে কঠিন এক লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে বলা চলে।

আরটিভি/এসআর-টি