images

খেলা / ক্রিকেট

ফখর জামানের বদলে যাকে দলে নিল পাকিস্তান

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:০০ পিএম

images

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছে পাকিস্তান। ৬০ রানের পরাজয়ের দিনে আরও একটি দুঃসংবাদ পেয়েছে স্বাগতিকরা। ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে ছিটকে গেছেন ফখর জামান। তার বদলি হিসেবে ইমাম-উল-হককে দলে নিয়েছে পিসিবি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফখরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে শতরানের ইনিংসে দলকে শিরোপা জিতিয়েছিলেন ফখর জামান। লম্বা বিরতির পর আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ওপেনারকে স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু এক ম্যাচেই শেষ ফখরের চ্যাম্পিয়নস ট্রফি।

উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় ফখর জামানকে। শঙ্কা ছিল ব্যাটিংয়ে নামতে পারেন কি না। নিয়মের মারপ্যাঁচে কিছুটা পরের দিকে ব্যাটিংয়ে নেমেছিলেন যদিও। তাতে সমর্থকরাও স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল। 

এরপর ব্যাট করতে নেমেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। ৪১ বল স্থায়ী ইনিংসে ২৪ রান করেছেন। তবে ভারত ম্যাচে তার বদলে একাদশে দেখা যাবে ইমাম-উল-হক। দুবাইয়ে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। 

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।

আরটিভি/এসআর-টি