images

খেলা / ক্রিকেট

আরটিভির আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৫৩ পিএম

images

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে টিম স্পার্কলের মুখোমুখি হয়ে জয় তুলে নিয়েছে ডেভিড কিলার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেছেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির।

এ সময় তিনি বলেন, অনেক দিন থেকে ভাবছিলাম কিছু একটা করার জন্য, তার মধ্যই আপনারা এত বড় আয়োজন করে ফেলেছেন। এতে আমি খুবই খুশি হয়েছি। এখানে না আসলে মিস করতাম। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দুই কাজ হবে—আমাদের শরীর ভালো থাকবে এবং সবার মধ্যে ঐকমত্য তৈরি হবে। আমাদের সবাইকে অনেক দূর যেতে হবে। তাই শুধু একজন ভালো করলেই হবে না। সবাই একে অপরের পাশে থাকতে হবে। এভাবে আমরা অনেক দূর যেতে চাই। 

c42b1915-73cb-478d-9b7c-6006faecf896

এরপর এক ওভার ব্যাট করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন হুমায়ুন কবির। এ সময় তাকে আরটিভির প্রতিটি বিভাগের প্রধানরা একটি করে বল করেন। তিনিও ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান।

Screenshot_2025-02-24_225145

এদিন মাঠে আরও উপস্থিত ছিলেন বার্তাপ্রধান ইলিয়াস হোসেন, অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সুদেব চন্দ্র ঘোষ, ব্রডকাস্ট বিভাগের প্রধান স্বপন ধর, আরটিভি অনলাইন ইনচার্জ বিপুল হাসান, আরটিভির ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রধান কবির আহমেদসহ সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আরটিভি/এসআর-টি