images

খেলা / ক্রিকেট

দুই বছরের কন্যাকে হারালেন জাজাই

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৪:৪১ পিএম

images

আফগানিস্তান ক্রিকেটে পরিচিত মুখ হজরতউল্লাহ জাজাই। দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন এই বাঁ-হাতি ব্যাটার। এবার দু’বছর বয়সী কন্যা সন্তানকে হারালেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে দুঃখ প্রকাশ করেছেন জাজাইয়ের জাতীয় দলের সতীর্থ করিম জানাত।

পোস্টে জানাত লিখেছেন, আমি অত্যন্ত শোকাহত। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। এই কঠোর সময়ে ওর এবং ওর পরিবারের জন্য আমার হৃদয় বেদনায় কাতর। 

Screenshot_2025-03-14_164326

‘প্রার্থনা করি এই মর্মান্তিক কঠিন সময়ের মধ্যে যাওয়ার শক্তি পাক ওরা। জাজাই এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই।’ ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।’

পারিবারিক দুর্ঘটনার কথা জাজাই নিজে কাউকে জানাননি। দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সমবেদনা জানিয়েছেন ২৬ বছরের আফগান ব্যাটারকে।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেন। চ্যাম্পিয়নস ট্রফির আফগানিস্তান দলেও জায়গা পাননি তিনি।

আরটিভি/এসআর/এআর