images

খেলা / ফুটবল

হামজার অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৭:০৮ পিএম

images

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। তবে শুরুর একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

শুরুর একাদশে জামাল না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন তপু বর্মন। রক্ষণভাবে তার সঙ্গে থাকবেন সাদ উদ্দিন, তারিক গাজী ও তপু জুনিয়র।

ভারতকে হারাতে ৪-৩-৩ ফরম্যাশনের পরিকল্পনা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গোলবারের দায়িত্বে থাকবেন মিতুল মারমা।

মাঝমাঠের গুরু দায়িত্ব থাকছে অভিষিক্ত হামজা চৌধুরীর উপর। তার সঙ্গে থাকবেন হৃদয় ও জনি। আর আক্রমণ বিভাগে নেতৃত্ব দিবেন রাকিব। তার বাম পাশে থাকবেন ইমন ও ডান পাশে মোরসালিন।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক) তপু বর্মন (অধিনায়ক) তারিক গাজী, সাদ উদ্দিন, তপু জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, জনি, ইমন, রাকিব ও মোরসালিন।

আরটিভি/এসআর