images

খেলা / ক্রিকেট

রিঙ্কু ও ভেঙ্কাটেশ তাণ্ডবে বড় পুঁজি কলকাতার

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৯:৫৫ পিএম

images

চলমান আইপিএলের ১৫তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে টস জিতে কলকাতাকে ব্যাটিং আমন্ত্রণ জানায় প্যাট কামিন্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও শেষের দিকে রিঙ্কু ও ভেঙ্কাটেশ আইয়ারের তাণ্ডবে ২০০ রানের বড় পুঁজি পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) টস হেরে ব্যাট করতে নেনে শুরুতেই হোঁচট খায় কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৬ বলে ১ রান করা কুইনটন ডি কক। ৭ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন সুনীল নারিনও।

এরপর রাহানেকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রঘুবাংশী। দুজনের ব্যাটে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা। কিন্তু ফিফটি তুলতে পারেননি রাহানে। ২৭ বলে ৩৮ রান ফেরেন কলকাতা অধিনায়ক। অপর প্রান্ত থেকে ৩০ বলে ফিফটি তুলে নেন রঘুবাংশী। তবে এক বল পরেই নিজের উইকেট বিলিয়ে দেন তিনি।

আরও পড়ুন
Web_Imag

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

ষষ্ঠ উইকেটে ভেঙ্কাটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন রিংকু সিং। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ছুটতে থাকে কালকাতা। বলে বলে বাউন্ডারি মেরে ২৫ বলে ফিফটি তুলে নেন আইয়ার। ১৯তম ওভারে ২১ রান তোলেন তিনি। তবে ২০তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই বাঁহাতি ব্যাটার।

তিন ছক্কা ও সাত বাউন্ডারিতে ২৯ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত রাসেলের ২ বলের ১ রান এবং রিঙ্কু সিংয়ের ১৭ বলের অপরাজিত ৩২ রানে ভর করে ২০০ রানের বড় পুঁজি পায় কলকাতা।

হায়দরাবাদের হয়ে মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, জিসান আনসারি, হার্শাল প্যাটেল ও কামিন্দু মেন্ডিস একটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসআর/এস