images

খেলা / ক্রিকেট

রাহুলের ব্যাটে ভর করে চেন্নাইকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো দিল্লি

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৫:৫১ পিএম

images

টানা দুই ম্যাচ জিতে চলমান আইপিএলের দুর্দান্ত শুরু পেয়েছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নেমেছে অক্ষর-রাহুলরা। এই ম্যাচে আগে ব্যাট করতে ধোনি-জাদেজাদের ১৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন রাহুল।

শনিবার (৫ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ইনিংসের পঞ্চম বলেই সাজঘরে ফেরেন তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার। তবে অভিষেক পোরেলকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার লোকেশ রাহুল।

২২ বলে ৩৩ রান করে পোরেল আউট হলেও ৩৩ বলে ফিফটি তুলে নেন রাহুল। ১৪ বলে ২১ রান করে আউট হন অক্ষর প্যাটেল। ইনিংস বড় করতে পারেননি সামির রিজভি। ১৫ বলে ২০ রান করেন এই ব্যাটার।

তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন রাহুল। তাকে সঙ্গ দিয়ে দ্রুত রান তুলতে থাকেন ক্রিস্টান স্টাবস। ২০তম ওভারের দ্বিতীয় বলে বাউন্স বল পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন রাহুল। ৫১ বলে ৭৭ রান করেন তিনি।

পরের বলেই রান আউট হন আশুতেশ শর্মা। শেষ পর্যন্ত স্টাবসের ১২ বলের অপরাজিত ২৪ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে দিল্লি ক্যাপিটালস।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ। এ ছাড়াও রাবিন্দ্র জাদেজা, নূর আহমেদ ও মাথিশা পাথিরানা নেন একটি করে উইকেট।

আরটিভি/এসআর-টি