images

খেলা / ক্রিকেট

পিএসএলে নিজের লক্ষ্য নিয়ে যা বললেন রিশাদ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৭:০২ পিএম

images

আগামী ১১ এপ্রিল পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এবারের আসরে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। টুর্নামেন্টটিতে যোগ দেওয়ার আগে নিজের লক্ষ্য জানিয়েছেন রিশাদ হোসেন।

শনিবার (৫ এপ্রিল) মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন রিশাদ। এ সময় তিনি বলেন, প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। ভালো করার চেষ্টা করব টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন হয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।

এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। তাই দলের সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে কন্ডিশন নিয়ে এত কিছু ভাবার তো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন এতটুকুই। আপাতত দলের সাথে এভাবে কোনো কথা হয়নি। সবার সাথে হাই-হ্যালো হচ্ছে এতটুকু। এমনি কোনো পরিকল্পনা নিয়ে কথা হয়নি।

আরও পড়ুন
Web_Imag

হোয়াইটওয়াশ হওয়ার পর দর্শক পেটাতে গেলেন খুশদিল শাহ

এদিকে নাহিদ রানা মাঠে নামবেন পেশোয়ার জালমির হয়ে। আর লিটন দাসের জন্য অপেক্ষায় আছে করাচি কিংস। এই টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন ক্রিকেটার। বিসিবির ছাড়পত্র দেওয়ায় খুশি রিশাদ হোসেন। 

রিশাদের ভাষ্য, প্রথমে বলব আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। ভালো করার চেষ্টা করব টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন হয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।

উল্লেখ্য, কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন এই তিন টাইগার ক্রিকেটার। এতে জিম্বাবুয়ে সিরিজ মিস করবে তারা।

আরটিভি/এসআর-টি