images

খেলা / ক্রিকেট

এবার নতুন প্রযুক্তি যুক্ত হলো পিএসএলে

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০২:৫৩ পিএম

images

বিশ্বে প্রযুক্তিতে প্রতিদিন পরিবর্তন আসছে। সেই সাথে যুক্ত হচ্ছে নিত্য নতুন প্রযুক্তির ধরন। খেলাধুলাও এর বাইরে নয়। ফুটবলের সাথে সাথে ক্রিকেটেও যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। যার ফলে ক্রিকেটের মান আরও উন্নত হচ্ছে। এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) যুক্ত হলো নতুন প্রযুক্তি। আর পিএসএলের সেই নতুন প্রযুক্তিটি হলো ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (এমওটি)। 

পিএসএল পরীক্ষামূলকভাবে এই নতুন প্রযুক্তি অনেক আগেই চালু করেছিল। তবে এবার আর পরীক্ষামূলকভাবে নয়, পুরো আসরজুড়েই দেখা যাবে এই প্রযুক্তি। যার ফলে বোলারের নো বল এবার স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে। একই সঙ্গে রিপ্লে সিস্টেমে দেখা যাবে একাধিক স্কিনের ব্যবহার। 

এই প্রযুক্তির জন্য সিদ্ধান্ত দিতে সহজ হবে থার্ড আম্পায়ারের। সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।     

আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। আর ১৮ মে পর্যন্ত চলবে পিএসএলের এবারের আসর। চারটি ভেন্যুতে দর্শকরা দেখতে পারবেন এই খেলা। যে চারটি ভেন্যুতে বল মাঠে গড়াবে সেগুলো হলো লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও করাচি। 

আরও পড়ুন
Web_Image

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই নাসিরের চমক

৬ দলের অংশগ্রহণে এবারই হচ্ছে শেষ টুর্নামেন্ট। কারণ, আগামী বছর থেকে দুটি দল বাড়িয়ে ৮ দল করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।  

ম্যাচ অফিশিয়ালস টেকনোলজি (এমওটি) সুবিধার আওতায় যা যা থাকবে

১. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার

২. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল শনাক্তকরণ

৩. মাঠের ওপর এবং মাঠের বাইরে আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম

৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার 

৫. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস 

৬. উন্নত রিভিউয়ের জন্য এম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও

৭. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেট-ভিত্তিক লগিং

আরটিভি/এসকে/এসআর/এআর