images

খেলা / ক্রিকেট

২৩ কোটির বিতর্ক নিয়ে সমালোচকদের কড়া জবাব ভেঙ্কাটেশের

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৭:১০ পিএম

images

চলমান আইপিএলের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ২৩ কোটি ৭৫ লাখে কলকাতায় যোগ দেওয়া ভেঙ্কাটেশ আইয়ার। এরপরই নিজের মূল্য নিয়ে সমালোচনার শিকার হন তিনি। তবে চতুর্থ ম্যাচে ২৯ বলে ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

এরপরই ২৩ কোটি ৭৫ লাখ দামের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভেঙ্কাটেশ। তিনি বলেন, সত্যি বলতে, এই সমালোচনা আমি পুরোপুরি উপেক্ষা করতে পারছি না। আমি বাস্তববাদী মানুষ। আমি জানি যে চাপ রয়েছে। আমার দাম এবং পারফরম্যান্স ইত্যাদি বিষয় নিয়ে সমালোচনা চলছে। তবে একই সঙ্গে এটাও বলতে চাই, কত দাম পাব সেটা পুরোপুরি আমার হাতে নেই। 

তিনি আরও বলেন, কী ভাবে দলকে জেতাতে পারব, সেটা আমার হাতে রয়েছে। সবসময় সেটা আমার হাতেই থাকবে। আমি ২৩ কোটি টাকা পাই বা ২০ লাখ টাকা পাই তা বড় কথা নয়।

আরও পড়ুন
Web_Image

ফিলিস্তিনিদের পক্ষে যা বললেন টাইগার ক্রিকেটাররা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়নস করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ভেঙ্কাটেশ। তবে কম্বিনেশনের কারণে তাকে নিলামের আগে ধরে রাখতে পেরেছিল না কলকাতা। কিন্তু এই মারকুটে ব্যাটারের জন্য নিলামে মোটা অর্থ খরচ করতে চিন্তা করেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

শুধু তাই নয় তাকে সহ-অধিনায়কও করা হয়েছে। তাই ভেঙ্কাটেশ চান, ব্যাট, বলের পাশাপাশি নেতা হিসাবেও ভাল করতে। তিনি বলেছেন, প্রতিযোগিতা শুরুর পর থেকে ওটাই আমার আসল কাজ। যেকোনো উপায়ে দলের জয়ে অবদান রাখতে পারা।  

আরটিভি/এসকে/এসআর-টি