মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৭:৪৭ পিএম
ভারতের ওয়াংখেড় স্টেডিয়ামে বেশ কিছু স্ট্যান্ড রয়েছে যেগুলি কারও নামে নামকরণ করা নেই। নামকরণের জন্য ক্লাবগুলির থেকে নাম চেয়ে পাঠিয়েছিল মুম্বাই ক্রিকেট সংস্থা (এমসিএ)। সেই কাজ করতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে গিয়েছে। কারণ অনেকগুলো নাম জমা পড়েছে তাদের কাছে, যার মধ্যে থেকে নাম বেছে নেওয়া বেশ কঠিন।
এমসিএর কাছে যে নামগুলি জমা পড়েছে তার মধ্যে ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকর, শরদ পাওয়ার, বিলাসরাও দেশমুখ, একনাথ সোলকর, দিলীপ সরদেসাই, পদ্মাকর শিভালকর, ডায়ানা এডুলজি এবং রোহিত শর্মার নাম রয়েছে। এমসিএর দাবি, জেনারেল বডির সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে রোহিতের নাম একটি স্ট্যান্ড হওয়া নিশ্চিত বলে দাবি করা হয়েছে। কারণ তার অধীনে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। মুম্বাইয়ের কোনও ক্রিকেটার ভারতের অধিনায়ক হিসাবে এই কাজ করতে পারেননি।
প্রেসিডেন্ট বক্সের উপরের গ্র্যান্ড স্ট্যান্ড কারও নামে নেই। ইস্ট স্ট্যান্ড রয়েছে সুনীল গাভাস্কারের নামে, ওয়েস্ট স্ট্যান্ড বিজয় মার্চেন্টের নামে, নর্থ স্ট্যান্ড দিলীপ বেঙ্গসরকার এবং শচিনের নামে রয়েছে। এমসিএ চেয়েছিল একটি লাউঞ্জের নামকরণ ওয়াদেকরের নামে করতে। তাঁর পরিবারের আপত্তিতে সেই কাজ সফল হয়নি। আগামী ১৫ এপ্রিল বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে।
এমসিএ এবং বোর্ডের সাবেক সদস্য রত্নাকর শেট্টি গ্র্যান্ড স্ট্যান্ডটি ওয়াদেকরের নামে করতে চাইছেন। তার যুক্তি, “ওর যোগ্যতা অনেকের থেকে বেশি। ভারতের অধিনায়ক ছিলেন। তাঁর অধীনে মুম্বাই অনেকগুলি রঞ্জি ট্রফি জয় করেছে। এমসিএর সদস্য হিসাবেও অনেক কাজ করেছেন।”
আরটিভি/ এসকে/এসআর