বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৯:৩২ এএম
গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টাইন সমর্থকরা বর্ণবিদ্বেষমূলক ও অশালীন আচরণ করেছে বলে অভিযোগ করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যার জন্য তারা ফিফার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) শাস্তি দেওয়ার দাবি তুলেছে।
সিবিএফ দাবি করেছে, একজন আর্জেন্টাইন দর্শক এক ব্রাজিলিয়ান সমর্থককে বানরের মতো অঙ্গভঙ্গি করতে দেখেন এবং সেই ভিডিও প্রমাণ হিসেবে তারা জমা দেবে। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে আর্জেন্টিনাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।
এর আগে ম্যাচে বিলম্ব, বর্ণবিদ্বেষী আচরণ এবং নিরাপত্তাহীনতার কারণে ফিফা চিলিকে ৫০ শতাংশ গ্যালারি বন্ধ রাখার শাস্তি দিয়েছিল। যদিও পরে ফিফার আপিল কমিটি সেটি ২৫ শতাংশে কমিয়ে আনে, তবে তারা স্পষ্ট জানিয়ে দেয়, পুনরায় এমন কিছু ঘটলে শাস্তি আরও কঠোর হবে।
আর আগের কিছু ঘটনার কারণে আর্জেন্টিনা তাদের পরবর্তী হোম ম্যাচে (কলম্বিয়ার বিপক্ষে) দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে যাচ্ছে। ফলে, যদি নতুন করে এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।
সে ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য শাস্তি হতে পারে— দর্শক প্রবেশে আরও কড়াকড়ি, বড় অঙ্কের আর্থিক জরিমানা, কিংবা গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কাটাও।
আরটিভি/এসআর/এআর