সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ১১:৩৭ এএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সময়টা ভালো যাচ্ছে না। খেলোয়াড় থেকে শুরু করে একের পর এক অভিযোগ আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এবার দেশটির ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ জেসন গিলেস্পি। এই অজি কোচের দাবি, নয় মাস দায়িত্ব পালন করলেও পিসিবি তাকে এখনও পারিশ্রমিক পরিশোধ করেনি।
২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পি। পিসিবির সঙ্গে মতবিরোধের জেরের কারণে গত ডিসেম্বর মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।এর পর থেকেই একের পর এক অভিযোগ করে আসছেন গিলেস্পি।
সম্প্রতি একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মকে দেয়া এক সাক্ষাৎকারে গিলেস্পিকে প্রশ্ন করা হয়, পিসিবির সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল। জবাবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার বলেন, 'আমি পাকিস্তান ক্রিকেটের প্রতি কোনো রকমের বিরূপ মনোভাব পোষণ করি না, তবে এখনও আমি আমার প্রাপ্য অর্থের অপেক্ষায় আছি।'
গিলেস্পি আরও বলেন, 'বিশদে না গিয়ে বলছি, আমার করা কাজের কিছু পারিশ্রমিক এখনও পাওয়া বাকি আছে। আশা করি, এই বিষয়টি শিগগিরই মীমাংসা হবে। স্বীকার করছি, এটি কিছুটা হতাশাজনক। তবে আশা করছি, বিষয়টি দ্রুতই সমাধান হবে।"
এদিকে গিলেস্পি আরও অভিযোগ করেন, কোচিংয়ের সময় পাকিস্তানের নানা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনীতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে সাদা বলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ তার কর্তৃত্ব খর্ব করার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি।
গিলেস্পি আরও বলেন, 'সে (আকিব জাভেদ) ছিল একেবারে কৌতুকপূর্ণ একজন মানুষ। অভ্যন্তরীণ রাজনীতি আর দলীয় সমন্বয়ের অভাব পুরো কাজটাকেই অসহনীয় করে তুলেছিল।'
আরটিভি/এসকে