images

খেলা / ক্রিকেট

অবশেষে সারার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন শুভমান

রোববার, ২৭ এপ্রিল ২০২৫ , ০৩:৩০ পিএম

images

গত কয়েক বছর ধরেই ভারতীয় গণমাধ্যমের টক অব দ্য টাউনে রয়েছে শচীনকন্যা সারা টেন্ডুলকার ও শুভমান গিলের প্রেমের গুঞ্জনের বিষয়টি। কারণ, নিয়মিতই স্টেডিয়ামে দেখা যায় সারাকে। তাই অনেকের দাবি শুভমানের টানেই মাঠে আসেন শচীনকন্যা।

শুভমানের খেলার সময় শচীনকন্যাকে ঘিরে স্টেডিয়ামে ‘সারা সারা’ স্লোগানও দেওয়া হয়েছে। আবার সারাকে গ্যালারিতে ‘সারা ভাবি সারা ভাবি’ বলে  স্লোগানও দেওয়া হয়। তবে এসব বিষয় নিয়ে কখনও কথা বলেননি সারা টেন্ডুলকার ও শুভমান গিল।

অবশেষে আইপিএলের মাঝেই নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন গিল। তার যা দাবি, তাতে কোনো সারার সঙ্গেই যে প্রেম করছেন না সেটি স্পষ্ট। আসলে তিনি প্রেমই করছেন না। তিন বছর ধরেই নাকি বিশুদ্ধ ‘সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন। 

আরও পড়ুন
Web_Image

বাংলাদেশি সমর্থকদের যে বার্তা দিলেন ফিল সিমন্স

শুভমানের ভাষ্য, গত তিন বছরের বেশি আমি সিঙ্গেল। আমাকে নিয়ে অনেক কথা শুনেছি। অনেকের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। সব শুনে হাসি পায় খুব। এমন কারও সঙ্গে আমার নাম জড়ানো হয়, যার সঙ্গে কোনোদিন আমার দেখাই হয়নি। সবটাই অদ্ভুত।

ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন শুভমান। সেই সঙ্গে আইপিএলেও ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন দীর্ঘদিন ধরে। তাই বেশিভাগ সময়ই ব্যস্ত থাকতে হয়। যে কারণে প্রেম করার মতো সময় পান না বলে জানিয়েছেন শুভমান।

এ বিষয়ে তিনি বলেন, আমি বছরের প্রায় ৩০০ দিনই বাড়ির বাইরে থাকি। তাই কারও সঙ্গে থাকা বা সম্পর্কে দেওয়ার মতো সময়ই আমার নেই।

আরটিভি/এসআর/এআর