images

খেলা / ফুটবল

সত্যি হলো মরিনহোর ভবিষ্যদ্বাণী

সোমবার, ১২ মে ২০২৫ , ০২:১৩ পিএম

images

ইউরোপা লিগের এবারের আসরে টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনাল খেলবে জোসে মরিনহো এই ভবিষ্যদ্বাণী প্রায় সাত মাস আগেই করেছিলেন। ইউরোপা লিগের এবারের আসরে ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই দুই ক্লাব। সেই সাথে সত্যি হলো পর্তুগিজ এই কোচের ভবিষ্যদ্বাণী।  

ইউরোপা লিগের ট্রফি টটেনহ্যাম কিংবা ম্যানইউ জয় করতে চলেছে। এই দুই দলই উঠেছে ফাইনালে। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ম্যানচেস্টারের ক্লাব ও বোদোকে হারিয়ে টটেনহ্যাম পায় ফাইনালের টিকিট।আগামী ২১ মে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন
Web_Image.jp

বিসিসিআইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করে টেস্টকে বিদায় জানালেন কোহলি

ইউরোপা লিগের গত আসরে গ্রুপপর্বে ম্যানচেস্টারের মুখোমুখি হয় মরিনহোর ফেনারবাচ। সেই ম্যাচের আগেই তিনি ভবিষ্যদ্বাণীটি করেন। পতুগিজ কোচ মরিনহো বলেন, ‘ইউরোপা লিগের ফাইনালে কে উঠবে? আমার কাছে ব্যাপারটা সহজ। টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড।’ 

টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলের কোচ ছিলেন মরিনহো। ২০১৬ সাল থেকে দুই বছর ইউনাইটেডকে ও ২০১৯ সাল থেকে দুই বছর টটেনহ্যামকে কোচিং করান তিনি। ম্যানচেস্টারে থাকাকালীন তিনি ইউরোপা লিগের শিরোপা জয় করেন।   

মরিনহোর ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করতে সেমিফাইনালে অল রেডরা বিলবাওকে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারায়। প্রথম লেগে ৩-০ গোলে আর দ্বিতীয় লেগে ৪-১ ব্যবধানে বিলবাওয়ের বিপক্ষে জয় পায় ম্যান ইউ। অন্যদিকে, টটেনহ্যাম বোদো/গ্লিমটকে প্রথম লেগে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় লেগে ২-০ গোলে হারায়।

আরটিভি/এসকে