images

খেলা / ক্রিকেট

আমরা কখনও দেশ ছাড়তে চাইনি: আমিরি

সোমবার, ২৬ মে ২০২৫ , ০৯:৫১ এএম

images

ক্রিকেট বিশ্বে আফগান মহিলাদের আবার মাঠে দেখা যাবে কিনা এই প্রশ্নের উত্তর অজানা। কিন্তু ২৫ জন মহিলা ক্রিকেটার আফগান ক্রিকেট বোর্ডের এখনও চুক্তিতে রয়েছেন। তাই মাঠে ফেরার স্বপ্ন এখনও তারা দেখতেই পারেন। তালেবান সরকার আফগানিস্তানের শাসন ভার নেওয়ার পর থেকেই মহিলা ক্রিকেটারদের খেলা বন্ধ হয়ে গিয়েছে।

আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের বর্তমান অবস্থার কথা জানে আইসিসিও। আফগান মহিলাদের আবার মাঠে ফেরানোর জন্য ব্যবস্থা নিতেও শুরু করেছে সংস্থাটি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফগান ক্রিকেটার ফিরোজা আমিরি বলেন, “আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের জন্য আইসিসি আলাদা করে কমিটি তৈরি করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জানি কী হবে, তাই এই নিয়ে মন্তব্য করব না। তবে আমরা আশাবাদী।”

বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটারদের অন্যতম খেলোয়াড় হচ্ছেন আমিরি। তিনি দেশের জার্সি পরতে চান। ভাল ক্রিকেট খেলতে চান। কিন্তু তিনি এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানে এই বছর একটি ম্যাচ খেলেছেন এই আফগান নারী ক্রিকেটার। 

এই বিষয়ে আমিরি বলেন, “তিন বছরের অনিশ্চয়তা, কষ্ট, নিস্তব্ধতার পর আফগানিস্তানের জার্সি পরার সুযোগ পেয়েছিলাম। আমাদের কাছে ওটা শুধু একটা ম্যাচ ছিল না। অনেক আবেগ জড়িয়ে ছিল। খুব গর্ব হচ্ছিল। স্বস্তি পেয়েছিলাম অনেকটা। আফগান ক্রিকেটার হিসাবে আমাদের পরিচয়টা যে এখনও জীবিত সেটা বুঝতে পারছিলাম। মাঠে আবার সতীর্থদের সঙ্গে নামতে পেরেছিলাম। স্বপ্ন সত্যি হয়েছিল। ওই ম্যাচটা প্রমাণ করে আমাদের রাস্তা এখনও শেষ হয়নি।”

আফগানিস্তানের দায়িত্ব এখন তালেবান সরকার। ক্রিকেট বোর্ডের দায়িত্বেও তারা। ফলে বোর্ড থেকে কোনও সাহায্য পাওয়ার আশা করছেন না আমিরি। চুক্তির অন্তর্গত ২৫ জন ক্রিকেটারের মধ্যে ১৯ জন এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তাঁরা সকলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন বলেও জানান আমিরি। 

আরও পড়ুন
rashid_khan_

আইপিএলে রশিদ খানের লজ্জার রেকর্ড

তিনি বলেন, “আমরা কখনও দেশ ছাড়তে চাইনি। বাধ্য হয়ে ছেড়েছিলাম। নিজের বাড়ি থেকে দূরে থাকতে কে চায়? পরিবারের থেকে দূরে রয়েছি আমরা। যেখান থেকে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, সেই জায়গাটা থেকেই দূরে। এই হতাশাকেই আমরা জেদে পরিণত করেছি।”


আরটিভি/এসকে/এআর