images

খেলা / ক্রিকেট

লর্ডসে অনুশীলন নিয়ে বিতর্কে ভারত-অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ প্যাট কামিন্স

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৭:৪০ পিএম

images

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে উত্তেজনা ছড়াল অনুশীলন কেন্দ্র করে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ জুন লর্ডসে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের আগেই তাদের অনুশীলনে বাধা দেওয়া হয় ঐতিহাসিক ভেন্যুতে।  অন্যদিকে, টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে আসা ভারতীয় দলকে সেই সুযোগ দেওয়া হয়। যদিও ভারতের প্রথম ম্যাচ ২০ জুন।  

অস্ট্রেলিয়ার অভিযোগ নিয়ে ফক্স ক্রিকেট জানায়, ভারতীয় দলকে লর্ডস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, অথচ অস্ট্রেলিয়াকে প্রথমে ফিরিয়ে দেওয়া হয়। 

শেষ পর্যন্ত অনুশীলনের সুযোগ পায় অস্ট্রেলিয়া। রবিবার তারা লর্ডসে অনুশীলন করতে পারে। তবে বিষয়টি নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আজ সকালে মাঠটা খুব সুন্দর ছিল, কেউ ছিল না দারুণ একটা পরিবেশ। আশা করি এবার মাঠের ভেতরে ও বাইরে সবাই ভদ্র আচরণ করবে।’

আরও পড়ুন
BIG_SCREEN

যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

ভারতের অনুশীলন অনুমতিকে ঘিরে প্রশ্ন উঠেছে, যেখানে তাদের লর্ডসে ম্যাচই নেই এখন। ফলে, অনেকেই এটাকে পক্ষপাতমূলক সিদ্ধান্ত বলেই দেখছেন। এই বিতর্কের মধ্যেই লর্ডসে ১১ জুন মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। মাঠের লড়াইয়ের চেয়েও হয়তো বাইরের উত্তেজনাই বেশি নজর কাড়বে এবার।

আরটিভি/এসকে