images

খেলা / ক্রিকেট

৯০ বলে ১৯০! ইংল্যান্ড সফরের আগে ফের বৈভব ঝড়

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৫:২৩ পিএম

images

১৪ বছর বয়সেই আইপিএলে ঝড় তোলা বৈভব সূর্যবংশী ফের আলোচনায়। ইংল্যান্ড সফরের আগে এক প্রস্তুতি ম্যাচে মাত্র ৯০ বলে ১৯০ রান করে তাক লাগিয়ে দিল এই বিস্ময় বালক। চার-ছয়ের বৃষ্টি নামিয়ে বুঝিয়ে দিল, আইপিএলের ঝলক ছিল কেবল শুরু। 

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছে বৈভব। সফরের আগে বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষকেন্দ্রে চলছে ক্যাম্প। সেখানেই আয়োজিত প্রস্তুতি ম্যাচে এই অসাধারণ ইনিংস খেলে দলকে জয় এনে দেয় বৈভব।

আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে শতরান করে নজরে আসে বৈভব। এবার বয়সভিত্তিক আন্তর্জাতিক সফরেও নিজেকে প্রমাণের সুযোগ তার সামনে। ২৪ জুন শুরু হবে ইংল্যান্ড সফর, যেখানে পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি মাল্টি-ডে ম্যাচ খেলবে ভারত।

আরও পড়ুন
enegal

সাদিও মানেকে ছাড়াই ইতিহাস গড়লো সেনেগাল

ব্যক্তিগত লক্ষ্যের বিষয়ে বৈভব আগেই বলেছিল, এবারের ভুল থেকে শিখে পরের বছর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চাই। প্রস্তুতি ম্যাচের এই ইনিংস সেই লক্ষ্যপূরণেরই বড় পদক্ষেপ।

আরটিভি/এসকে