images

খেলা / ফুটবল

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া, মোট দল ১৩, বাকি ৩৫

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৫:৪২ পিএম

images

সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা ছয়বার বিশ্বকাপে খেলবে সকারুরা। ম্যাচে সৌদি আরব প্রথমে এগিয়ে গেলেও কনর মেটকাফে ও মিচ ডিউকের গোলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। 

এই জয়ে বিশ্বকাপ নিশ্চিত হওয়া দলের সংখ্যা দাঁড়াল ১৩। ৪৮ দলের আসরে বাকি ৩৫টি দল জায়গা পেতে লড়াই করছে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে উরুগুয়ে ও প্যারাগুয়ে মাত্র এক পয়েন্ট দূরে। তাদের বর্তমান পয়েন্ট ২৪, যা ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার ধরার বাইরে।

অন্যদিকে, ইউরোপীয় বাছাইয়ে নেদারল্যান্ডস ৮-০ গোলে হারিয়েছে মাল্টাকে, বেলজিয়াম ৪-৩ গোলে জিতেছে ওয়েলসের বিপক্ষে, আর ফিনল্যান্ড ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ডকে।

আরও পড়ুন
BOIVOB

৯০ বলে ১৯০! ইংল্যান্ড সফরের আগে ফের বৈভব ঝড়

এদিকে, ইংল্যান্ড ঘরের মাঠে সেনেগালের কাছে ৩-১ গোলে হেরে হতাশ। হ্যারি কেন গোল করেও দলকে বাঁচাতে পারেননি। তার কথায়, ভয় পাচ্ছি না, তবে ঘুরে দাঁড়াতে হবে।

আরটিভি/এসকে