images

খেলা / ক্রিকেট

ক্রিকেট থেকে বিরতি নিলেন রশিদ খান

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৪:৩২ পিএম

images

মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৫ আসরে খেলছেন না আফগানিস্তানের দুই তারকা রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা টুর্নামেন্ট থেকে বিরতি নিয়েছেন। রশিদের অনুপস্থিতি এমআই নিউ ইয়র্কের জন্য বড় ধাক্কা। যেখানে গত মৌসুমে ৬.১৫ ইকোনমিতে ১০ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন তিনি। 

এবারের আইপিএল রশিদের জন্য ছিল হতাশাজনক। গুজরাট টাইটান্সের হয়ে ৯.৩৪ ইকোনমিতে মাত্র ৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৩টি ছক্কা হজম করেছেন তিনি। যা তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুমগুলোর একটি।

আজমতউল্লাহও এমএলসিতে অংশ নিচ্ছেন না। তিনি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দারুণ খেলেছেন, যারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল।

তবে আফগানিস্তানের তিন ক্রিকেটার,নাভিন উল হক, নূর আহমেদ ও ওয়াকার সালামখেল। তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। তবে ভিসা সমস্যার কারণে গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকির খেলা এখনও অনিশ্চিত।

আরও পড়ুন
REAL_MADRID

চমক রেখে ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা রিয়াল মাদ্রিদের

রশিদের বিরতি নেওয়া ও ফর্মহীনতা নিয়ে এখন ক্রিকেট মহলে আলোচনা চলছে—এটা কি শুধুই বিশ্রাম, নাকি আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত?

আরটিভি/এসকে